প্রকাশিত: Tue, Apr 4, 2023 4:54 AM আপডেট: Mon, Jan 26, 2026 4:38 AM
ইভিএম-ব্যালট বিষয় নয়, বিষয় হচ্ছে নির্বাচনকালীন সরকার: মির্জা ফখরুল
রিয়াদ হাসান: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আমরা ইভিএম বা ব্যালটের নির্বাচন নিয়ে আগ্রহী নই। কারণ আমরা পরিস্কার করে বলেছি, জাতির যে সংকট সেই সংকট হচ্ছে নির্বাচনকালীন সরকারের। নির্বাচনকালীন সময়ে কোন ধরনের সরকার থাকবে সেটা হচ্ছে প্রধান সংকট। আমরা নির্বাচনকালীন সরকার নিয়ে আন্দোলন করছি। তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নতুন নির্বাচন কমিশন গঠন করেই নির্বাচন দিতে হবে।
সোমবার রাজধানীর ইস্কাটনন্থ লেডিস ক্লাবে রাজনৈতিক নেতৃবৃন্দের সম্মানে বিএনপি আয়োজিত ইফতার মাহফিলে এ কথা বলেন তিনি।
তিনি বলেন, আমরা অনেকগুলো রাজনৈতিক দল একমত হয়ে বলছি- যারা জনগণের ভোটে নির্বাচিত নয়, গণতন্ত্রকে বিশ্বাস করে না তাদেরকে অবশ্যই পদত্যাগ করতে হবে। সংসদ বিলুপ্ত করতে হবে, একটি নির্দলীয় নিরপেক্ষ সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করতে হবে। তত্ত্বাবধায়ক সরকার নতুন নির্বাচন কমিশন গঠন করবে, সেই নির্বাচন কমিশনের অধীনে একটি সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা হবে।
মির্জা ফখরুল বলেন, আজকে বাংলাদেশের মানুষ যেই অধিকার আদায়ের জন্য লড়াই করছে সংগ্রাম শুরু করেছে। আমরা বিশ্বাস করি সেই সংগ্রামে সকল রাজনৈতিক দল, সংগঠন, ব্যক্তি তাদের অধিকার আদায়ের জন্য শরিক হবেন এবং তাদের অধিকার আদায় করবেন।
তিনি বলেন, অর্থনৈতিক উন্নয়নের একটি ধুয়া তুলে জনগণকে বোকা বানিয়ে দুর্নীতির পাহাড় গড়ে তোলা হয়েছে। আজকের দুর্নীতি এমন পর্যায়ে পৌঁছেছে বিদেশি পত্রিকাগুলোতেও একইভাবে সে বিষয়গুলো তুলে ধরা হয়েছে।
বিএনপি মহাসচিব বলেন, আমরা গণতন্ত্রের জন্য গণতান্ত্রিক রাষ্ট্রের জন্য ১৯৭১ সালে স্বাধীনতার যুদ্ধ করেছিলাম। যুদ্ধের যে চেতনা আশা-আকাক্সক্ষা ছিল সবগুলোকে আজকে ভূলণ্ঠিত করা হয়েছে। আজকে সারাদেশে একটি শ্বাসরুদ্ধকর অবস্থা তৈরি হয়েছে। শুধু বিএনপির কথা বলছি না, সাধারণ কোনো দলের কথা বলছি না। আজকে সাধারণ মানুষও নির্যাতনের হাত থেকে রক্ষা পাচ্ছে না।
ইফতারের পূর্বে দোয়া ও মুনাজাত পরিচালনা করেন ওলামা দলের মাওলানা শাহ মো. নেছারুল হক।
ইফতারে জাতীয় পার্টির (জাপা) সহাসচিব মুজিবুল হক চুন্নু, নাগরিক ঐক্যের মাহমুদুর রহমান মান্না, জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) আ স ম আব্দুর রব, কল্যাণপার্টির জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইবরাহিম, গণসংহতি আন্দোলনের নেতা জোনায়েদ সাকিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সম্পাদনা: সালেহ্ বিপ্লব
আরও সংবাদ
[১]মানুষ প্রতিটি হত্যার নিরপেক্ষ তদন্ত ও বিচার চায়: জি এম কাদের [২]ছাত্রদের ৯ দফায় সমর্থন
[১]শিক্ষার্থীদের সঙ্গে সংঘাত এড়াতে নিজেদের কর্মসূচি বাতিল করেছি: ওবায়দুল কাদের
[১]শিক্ষার্থী বনাম সরকার গেইম খেলে ফায়দা লুটতে চায় একটি মহল: ওবায়দুল কাদের
[১]নির্যাতন যত বাড়বে, গণপ্রতিরোধ ততোই দুর্বার হবে: মির্জা ফখরুল
[১]শোকাবহ আগস্টের প্রথম দিন আওয়ামী লীগের মাসব্যাপী কর্মসূচি
[১]জামায়াত নিষিদ্ধ নিয়ে মির্জা ফখরুল বললেন, স্বৈরাচার সরকাররা এ ধরনের সিদ্ধান্ত নেয়
[১]মানুষ প্রতিটি হত্যার নিরপেক্ষ তদন্ত ও বিচার চায়: জি এম কাদের [২]ছাত্রদের ৯ দফায় সমর্থন
[১]শিক্ষার্থীদের সঙ্গে সংঘাত এড়াতে নিজেদের কর্মসূচি বাতিল করেছি: ওবায়দুল কাদের
[১]শিক্ষার্থী বনাম সরকার গেইম খেলে ফায়দা লুটতে চায় একটি মহল: ওবায়দুল কাদের
[১]নির্যাতন যত বাড়বে, গণপ্রতিরোধ ততোই দুর্বার হবে: মির্জা ফখরুল
[১]শোকাবহ আগস্টের প্রথম দিন আওয়ামী লীগের মাসব্যাপী কর্মসূচি